প্রাণ ফ্রুটিক্সের বিজ্ঞাপনে মিম


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৬

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে এবার দেখা যাবে প্রাণ ফ্রুটিক্সের (জুস) বিজ্ঞাপনচিত্রে। পণ্যটির সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন এই লাক্সতারকা।

রোববার সন্ধ্যায় রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে চুক্তি স্বাক্ষরিত হয়।

Pran

এ সময় উপস্থিত ছিলেন প্রাণ ফ্রুটিক্সের চিফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার এসকে ওয়ারেসুল হাবিব, হেড অব মার্কেটিং অরুণাংশু ঘোষ ও ব্র্যান্ড ম্যানেজার ওমর ফারুক।

ওয়ারেসুল হাবিব বলেন, ‘ফ্রুটিক্স প্রাণের একটি নতুন ব্র্যান্ড। আগামীতে এটি বাংলাদেশের একটি সেলিব্রেটি ব্র্যান্ড হবে। সেই প্রত্যাশায় এ দেশের অন্যতম একজন সেলিব্রেটি মিমকে পণ্যটির সঙ্গে যুক্ত করা হয়েছে।’

Pran

ফ্রুটিক্সের বিজ্ঞাপনে এককভাবে মডেল হিসেবে দেখা যাবে মিমকে। তিনি বলেন, ‘ভিন্ন এক ভাবনা নিয়ে বিজ্ঞাপন চিত্রটি নির্মিত হবে। স্ক্রিপ্টটা চমৎকার লেগেছে। দর্শকেরা এখানে আমাকে আবার নতুনভাবে দেখবে।’

জানা গেছে, মিম-অভিনীত প্রাণ ফ্রুটিক্সের এই বিজ্ঞাপনটির নির্মাণ শুরু হবে খুব শিগগিরই।

এনই/এলএ/এনএইচ/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।