ছেঁউড়িয়ায় পাঁচদিনব্যাপি লালন উৎসব শুরু


প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৫ মার্চ ২০১৫

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহ-এর স্মরণে শুরু হয়েছে পাঁচদিনব্যাপি লালন উৎসব। এ উৎসবে যোগ দিতে এরইমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল এবং লালন অনুরাগীরা লালন শাহ্-এর মাজার ঘিরে জমায়েত হয়েছেন।

আনুষ্ঠানিকভাবে বুধবার রাতে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

লালন একাডেমীর সভাপতি কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম।

সভায় ঢাকা আইডিয়াল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক রবীন্দ্র নাথ বিশ্বাস ও ফকির লালন শাহের মাজারের প্রধান খাদেম মহম্মদ আলী লালন সাঁই’র জীবনদর্শন নিয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে মঞ্চে লালনসঙ্গীত পরিবেশন শুরু হয়। এতে লালন একাডেমীর শিল্পীরা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা বাউলশিল্পী ও ভক্তবৃন্দ অংশ নেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা ও কুষ্টিয়া লালন একাডেমী এই উৎসবের আয়োজন করেছে।

লালন ফকিরের জীবদ্দশা থেকে লালন ভক্তরা প্রতি বছরই এ উৎসব পালন করে আসছে। উৎসবকে ঘিরে আখড়াবাড়ি সংলগ্ন কালীগঙ্গার বিস্তীর্ণ  এলাকা জুড়ে বসে গ্রামীণ মেলা।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।