৫০০তম পর্বে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে

ফাইল ছবি
৫০০তম পর্বের মাইলফলক ছুঁইয়েছে `প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে`। বেসরকারি টেলিভিশন এনটিভির স্কুলভিত্তিকি শিশুতোষ এই অনুষ্ঠানের ব্র্যান্ড স্পন্সর বহুজাতিক কোম্পানি প্রাণ গ্রুপ।
মঙ্গলবার রাজধানীর বটমূলীয় হোমস বালিকা বিদ্যালয়ে ব্যতিক্রমী এই শিশুতোষ অনুষ্ঠানের ৫০০তম পর্ব ধারণ করা হলো।
এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ক্ষদে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে অনুষ্ঠানের শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ, `প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে`র ব্র্যান্ড ম্যানেজার রেজোয়ানুল ইসলামসহ আরও অনেকে।
এসএ/বিএ/আরআইপি