অপু বিশ্বাসের অনেক বড় ভক্ত মাহি!


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ১৮ মে ২০১৭

‘মাহি অনেক সুইট একটা মেয়ে। তার ভিতর অনেক সম্ভাবনা আছে। বিয়ে করেছে তাতে কী! মন দিয়ে সে কাজ করলে ফিল্ম ক্যারিয়ারে অনেক দূর যেতে পারবে।’

প্রায় ১১ মাস আড়ালে থাকার পর অপু বিশ্বাসের যখন খোঁজ পাওয়া গিয়েছিল চলতি বছর, তখন চলচ্চিত্রের হালহকিকত নিয়ে কথা বলতে গিয়ে মাহিকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন শাকিব পত্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বিজ্ঞাপন

চলচ্চিত্রের একজন শীর্ষ নায়িকার মুখে এমন প্রশংসা শুনে নিশ্চয়ই খুশি হয়েছিলেন মাহি! এরপর গেল ১০ এপ্রিল অপু বিশ্বাস যখন তার সন্তান আবরাম খান জয়কে নিয়ে প্রকাশ্যে আসেন, তখন ফুটফুটে জয়কে দেখে মুগ্ধ হয়েছিলেন মাহি। ১১ এপ্রিল মাহি তার ফেসবুকে জয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তার মনের চাওয়া প্রকাশ করেছিলেন।

তিনি লিখেছিলেন, ‘আমি প্রতিদিন আল্লাহকে বলবো,  তুমি ঠিক ওর (জয়) মতোই আমাকে একটা বেবি (বাচ্চা) দিও। অত মায়া, অত নিষ্পাপ চোখের একটা জয় দিও, ইনশাল্লাহ।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Mahi

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এরপর আজ (বৃহস্পতিবার) দুপুরে আবার অপু বিশ্বাসের নাম উল্লেখ করে মাহি তার ফেসবুকে একটি স্ট্যাট্যাস দেন। সেই স্ট্যাটাসে এই ‘অগ্নিকন্যা’ লিখেছেন, ‘অ্যান্ড আই এম এ বিগ ফ্যান অব অপু বিশ্বাস; এর অর্থ দাঁড়ায়- আমি অপু বিশ্বাসের অনেক বড় ভক্ত।’

অপু-মাহি দু’জনেই ঢাকাই ছবির শীর্ষস্থানীয় দু’জন চিত্রনায়িকা। স্ব স্ব স্থান থেকে তারা বেশ জনপ্রিয়। যদিও এই দুই নায়িকা একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করেননি। অপু শাকিবের সঙ্গে জুটি বেঁধে ৭০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। অন্যদিকে, মাহি শাকিবের নায়িকা হয়ে ‘ভালোবাসা আজকাল’ নামের একটি সুপার হিট ছবিতে অভিনয় করেছেন।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।