সমালোচনার জবাব দিলেন সানি লিওন (ভিডিও)


প্রকাশিত: ০৬:৩০ এএম, ১০ মে ২০১৫

গুগল সার্চে এখন এক নম্বরে লিওন। প্রতিদিন তার টাইম লাইন ভরে থাকে হাজারও হাজাও কমেন্টে। কেউ সানি প্রেমে পাগল, কেউ সানিকে আমন্ত্রণ জানায় তার বাড়িতে। আবার কেউ প্রশংসায় ভরে দেয় লিওনির ব্লগ।

আবার অনেকেই আছেন যারা সমালোচনা করেন পর্নো স্টার থেকে বলিউডের নায়িকা হওয়ার সানির। এবার এই সব কুকথার উপযুক্ত উত্তর দিলেন তিনি। সম্প্রতি একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সানি।
সেখানে তিনি প্রশংসা এবং সমালোচনা- দু`টোরই জবাব দিলেন।

সানির টাইমলাইনে একজন প্রশ্ন করছেন, তার চারিপাশে সবসময় ট্যাটু আঁকা একজন ঘুরে বেড়েয় সে কে? আর এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন এই সুন্দরী।

পাশাপাশি সানির অতীত নিয়ে আগ্রহের শেষ নেই। অনেকে তার বিগত জীবন নিয়ে মনে খারাপ মতও পোষণ করে রেখেছেন। তাই এবার সানি লিওনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ হতে যাচ্ছে।

কানাডায় পর্নোস্টার হিসাবে সানির উত্থান থেকে হিন্দি ফিল্মের দুনিয়ার পা রাখা পর্যন্ত সানির জীবনের বর্ণময় অভিজ্ঞতা তথ্যচিত্রে তুলে ধরবেন চিত্র সাংবাদিক দিলীপ মেহতা। যার প্রিমিয়ার হবে আগামী বছর মার্কিন মুলুকের বিখ্যাত সানডান্স চলচ্চিত্র উৎসবে।

এদিকে নানা প্রশ্নের উত্তরে সানি লিওনের জবাব দেয়ার ভিডিওটি ৮ মে ইউটিউবে প্রকাশ হয়েছে। তারপর থেকেই এটি রয়েছে আলোচনায়।

দেখুন  আপনিও-



এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।