চিত্র পরিচালক মোস্তফা আনোয়ার আর নেই


প্রকাশিত: ১০:২০ এএম, ১৩ মে ২০১৫

চিরদিনের জন্য না ফেরার দেশে পাড়ি জমালেন স্বনামধন্য চিত্র পরিচালক মোস্তফা আনেয়ার। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নানিল্লাহে….রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বুধবার বাদ জোহর জামালপুরে জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবর স্থানে মা, বাবার কবরের পাশে দাফন করা হয়েছে তাকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল জোহরের নামাজের জন্য অজু করতে গিয়ে পড়ে যান তিনি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি আবারও অজু করতে গেলে আবারও পড়ে গিয়ে জ্ঞান হারান। প্রথমে জামালপুরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে যেতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা সাড়ে ৬ টায় উনাকে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘ফেরারী’, ‘কাজল লতা’, ‘আঁখি মিলন’, ‘পুষ্প মালা’, ‘সমর্পণ’, ‘আশ্রয়’, ‘অবুঝ হ্দয়’, ‘আপন ঘর’, ‘কাশেম মালার প্রেম’, ‘নাগিনী সাপিনী’, ‘অন্ধ প্রেম’, ‘বাংলার মা’, ‘হাসি’, ‘কান্দ কেন মন’, ‘মায়ের কসম’, ‘হ্দয় নিয়ে যুদ্ধ’।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।