আবারো চলচ্চিত্রে গাইলেন তাহসান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ এএম, ১৮ মে ২০১৫

শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ ছবির শীর্ষ সংগীতটি দিয়ে দেশব্যাপি নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান।

তবে নতুন খবর হলো, আরও একটি ছবিতে প্লেব্যাক করলেন তিনি। ছবির নাম ‘আইসক্রিম’। তিনজন নতুন অভিনেতা-অভিনেত্রীকে প্রধান করে ছবিটি পরিচালনা করছেন রেদওয়ান রনি। এ ছবির জন্য একটি গানের কাজ শেষ করেছেন তাহসান। ‘ভুল ভালোবাসা’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সংগীত পরিচালনায় আরাফাত মোহসীন। গানটি আপাতত সলো ভার্সনে গেয়েছেন শিল্পী। তবে এটি দ্বৈতও হতে পারে।

গানটি প্রসঙ্গে তাহসান বলেন, আসলে অভিনয় ও গানের প্রস্তাব অনেক থাকে। তবে আমি সময় যেমন দিতে পারি না, আবার কাজটি মন থেকে পছন্দ না হলে করতেও চাই না। কিন্তু ‘আইসক্রিম’ ছবির জন্য যে গানটি করলাম সেটির কথাগুলো মনে ধরেছে। গানটিও বেশ ভিন্ন ধাঁচের হয়েছে। আমার নিজের কাছে ভাল লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভাল লাগবে।’

এদিকে ছোট পর্দায় সফলতার পর বড় পর্দায়ও অভিষেক হওয়ার কথা ছিল তাহসানের। ইফতেখার আহমেদ ফাহমির ‘টু বি কনটিনিউ’ ছবির কাজও শুরু করেছিলেন তিনি নায়িকা পূর্ণিমাকে নিয়ে। কিন্তু পরবর্তীতে গল্প ও চরিত্র পরিবর্তন করায় সেখান থেকে সরে যান তাহসান।

বড় পর্দা প্রসঙ্গে তাহসান বলেন, আমি কাজ খুব অল্প করি। ছোট পর্দায় মাঝে মধ্যে কাজ করছি। সেগুলোই দর্শকরা পছন্দ করছেন। এভাবেই কাজ করতে চাই। আর বড় পর্দায় যে কাজ আমাকে করতেই হবে তা কিন্তু নয়। যদি মনে হয় ছবির গল্প, চরিত্রসহ সবকিছু আমার সঙ্গে ম্যাচ হচ্ছে, তখনই চলচ্চিত্রে অভিনয় করব।

এদিকে বর্তমানে মূল পেশা শিক্ষকতার বাইরে গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাহসান। উৎসবের দিনগুলোতে তাকে বিশেষ নাটকে অভিনয় করতে দেখা যায়। আসছে রোজার ঈদেও বিশেষ কয়েকটি নাটকেও অভিনয় করছেন তিনি।

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।