চট্টগ্রামে শিবিরের আস্তানায় হানা, গোলাবারুদ উদ্ধার


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের কাছে শিবিরের আস্তানায় হানা দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়ছে। বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের গাড়িতে বোমা হামলার পর শিবিরের আস্তানায় অভিযানে নামে পুলিশ।

এ সময় পুলিশ ৫০টি ধারালো কিরিচ, ১২ টি ককটেল উদ্ধার করে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সকালে শিক্ষকদের বাসে বোমা হামলায় ১০ শিক্ষকসহ ১৪ জন আহত হন। আহতদের মধ্যে নয় শিক্ষককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ির চালকসহ বাকি পাঁচজনকে মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিক্যাল অফিসার কাজী মো. সাইফুল্লাহ।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।