‘অন্তর জ্বালা হিট না হলে সিনেমা ছাড়ার চ্যালেঞ্জ ভুলিনি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ২০ নভেম্বর ২০১৭

‘একজন পরিচালকের ছবি হিট হওয়ার মূলধন হচ্ছে ভালো গল্প। এর সঙ্গে কে কোন চরিত্রে অভিনয় করবে সেটা ঠিক করা। ‘অন্তর জ্বালা’য় জায়েদ খানকে নিয়ে ভুল করিনি। ছবিতে জায়েদ খানের অভিনয় দেখে দর্শকরা বার বার কাঁদবেন। ছবিটি দেখে যখন দর্শকরা হল থেকে বের হবেন, তখন মনের মধ্যে একটা জ্বালা অনুভব করবেন- কথাগুলো বলছিলেন ছবির পরিচালক মালেক আফসারী।

এর আগে আফসারী এই ঘর এই সংসার, ধনী গরিব, ক্ষতিপূরণ, ঘৃণা, লাল বাদশা, আমি জেল থেকে বলছি, উল্টাপাল্টা, ফুল অ্যান্ড ফাইনাল, মনের জ্বালা মতো সুপারহিট সব ছবির স্রষ্টা। সেজন্য তাকে ঢাকাই ছবির ‘মাস্টার মেকার’ বলা হয়। মালেক আফসারি বলেন, ‘এই ছবিতে আমি শতভাগ সঠিক সিদ্ধান্তে শিল্পী নির্বাচন করেছি। প্রতিটি শিল্পী তাদের ক্যারিয়ারে সেরা অভিনয় করেছেন। আর ছবিটি দেখে দর্শকরা চমক পাবেন বদ্দা মিঠুর চরিত্রে।’

‘অন্তর জ্বালা’ মালেক আফসারী পরিচালিত ২৪ তম ছবি। এই মুক্তির পর ব্যবসা সফল হবে এমনটা আত্মবিশ্বাস রয়েছে তার। সেজন্য আগেই জানিয়েছেন ফ্লপ হলে অন্তর জ্বালাই মালেক আফসারীর শেষ ছবি। কিন্তু জানা গেল জায়েদ খানের প্রযোজনায় ‘এক কয়েদীর ডায়েরি’ নামে নতুন একটি নির্মাণ করতে যাচ্ছেন মালেক আফসারী। তাহলে কী চ্যালেঞ্জ তুলে নিচ্ছেন? জানতে চাইলে মালেক আফসারী বলেন, ‘মোটেওর না। ছবি করবো কী করবো না সেটা অন্তর জ্বালার মুক্তির পর দেখতে পাবেন সবাই। আমাকে চেক দেয়া হয়েছে একটি নয়, দুটি ছবির। কিন্তু আমি এখনো চেক থেকে টাকা তুলিনি।

একটি জায়েদ খানের প্রযোজনায় ছবি, অন্যটি পরীমনি ফিল্মস থেকে আরেকটি ছবি। তাদেরকে শর্ত দেয়া আছে, আমার ‘অন্তর জ্বালা’ হিট হবে তারপর আমি নতুন ছবি বানাবো। নইলে সিনেমা নির্মাণ থেকে বিদায় নেব।’

মালেক আফসারি আরও বলেন, ‘এমন ওয়াদা আমি জীবনে ২৩ বার করেছি। ২৩ বারই সফল হয়েছি। আমার ২৩টি ছবি হিট হয়েছে। মনগড়া নয়, আমার আত্মবিশ্বাস থেকেই কথাটা বলেছি।’

‘অন্তর জ্বালা’ মুক্তি পেতে যাচ্ছে ১৫ ডিসেম্বর। ছবিটি প্রযোজনা করছে নায়ক জায়েদ খানের প্রযোজনা সংস্থা জেড কে ফিল্মস। ছবির বিভিন্ন চরিত্রে জায়েদ খান আরো অভিনয় করেছেন পরীমনি নবাগত জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলী, বড়দা মিঠু, চিকন আলী প্রমুখ। অন্তর জ্বালা পরিবেশনা করছে নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।