সালমানকে নিয়ে যা রটেছে সত্য নয় : জেসিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫ এএম, ২০ জানুয়ারি ২০১৮

জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়া ইসলামের প্রেমময় ছিল শুক্রবারের সামাজিক যোগাযোগ মাধ্যম। সকাল থেকেই ভাইরাল হয় জেসিয়া ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে সালমান মুক্তাদিরকে প্রেমের প্রতারণার অভিযোগের একটি স্ট্যাটাস। দুজনের ‘কথিত’ ব্যক্তিগত কথোপকথনের কিছু স্ক্রিনশট ফেসবুকে দিয়ে ইংরেজিতে স্ট্যাটাসে বলা হয়, ‌‘তুমি আমার সঙ্গে যা করেছ, সে জন্য আমি কখনও তোমাকে ক্ষমা করব না। তুমি আমার হৃদয় নিয়ে খেলেছ.....। এসব বন্ধ কর সালমান! এভাবে কত মেয়ের জীবন তুমি ধ্বংস করবে? কত মেয়ের?’

তবে এই বিষয়ে জানতে চাইলে বিরক্তি নিয়ে জেসিয়া বলেন, ‘যে আইডি থেকে এসব কথা বলা হয়েছে সেটি আমার নয়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার সময় থেকেই এটি হ্যাকড। আমাকে ছোট করার জন্যই এসব অমূলক কথা ছড়ানো হয়েছে। সালমান আমার ভালো বন্ধু। তাকে নিয়ে যা রটেছে কিছুই সত্য নয়। এসব গুজব আমার ও সালমানের পরিবারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সবারই পরিবার আছে। এগুলো উপলব্দি করা উচিত।’

তবে স্ক্রিনশট? এই প্রশ্নের জবাবে জেসিয়া বলেন, ‘এগুলোও সব ভুয়া। এ ধরনের কোনো আলাপ আমাদের মধ্যে কখনো হয়নি। আমি খুব আঘাত পেয়েছি। মানুষজন যাছাই-বাছাই না করেই আমাকে ও সালমানকে নিয়ে নানারকম বাজে মন্তব্য করে বেড়াচ্ছেন।’

তার দাবি, তার ও সালমানের জনপ্রিয়তা দেখে হিংসায় কিছু লোক হ্যাকড আইডি থেকে প্রেমের মিথ্যে গুজব ছড়িয়েছে। তিনি বলেন, ‘আমি পড়াশোনার চাপে আছি। এজন্য মিডিয়া থেকে খানিকটা বিরতি নিয়েছি। এর মধ্যে এই ধরনের বিব্রতকর পরিস্থিতি মানসিকতা নষ্ট করে দেয়।’

এদিকে সালমান মুক্তাদিরও ফেসবুকে এক স্ট্যাটাসে সবকিছুকে মিথ্যা বলে দাবি করেছেন। বলেছেন, চ্যাটিংয়ের কথোপকথনগুলো শতভাগ ভুয়া। তিনি সবাইকে সঠিক তথ্য জেনে মন্তব্য করতে অনুরোধ করেছেন।

এলএ/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।