আয়েশা মৌসুমির অভিমানী মন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

গেল বছরের শেষের দিকে বিজয় উৎসবে গানে গানে কানাডা মাতিয়ে কিছুদিন আগেই দেশে ফিরলেন পাওয়ার ভয়েজখ্যাত কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমি। শো নিয়ে তার ব্যস্ততা চলছেই। ফোক-ফিউশন ধাঁচের গানে বেশ প্রশংসিত তিনি। এবার এর বাইরে ভিন্নরূপে হাজির হচ্ছেন দর্শকদের সামনে।

নতুন গানের ভিডিওতে নতুন স্টাইল নিয়ে হাজির হচ্ছেন মৌসুমি। গানটির শিরোনাম ‘অভিমানী মন’র। মোরসালিনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মেহেদী হাসান। মঞ্জু আহমেদের পরিচালনায় এ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আদিব। আদিবের সঙ্গে মডেল হয়েছেন আয়েশা মৌসুমি নিজেই।

আগামী ২২ ফেব্রুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে বলে জানান মৌসুমি। তিনি বলেন, ‘এটি সফট ঘরানার একটি গান। এ গানটি দিয়েই নতুন বছরের শুরুটা করতে যাচ্ছি। এ গানে শ্রোতাদর্শকরা একেবারেই ভিন্নরূপে দেখতে পাবেন আমাকে।’

উল্লেখ্য, বর্তমানে স্টেজ শো নিয়েই বেশ ব্যস্ত রয়েছেন প্রমিজিং এ তারকা। নতুন বছরের কাজ ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন। খুব শিগগিরই আরো বেশ কয়েকটি গান আসছে তার। নতুন বছরে নতুন উদ্দীপনা ও উৎসাহ নিয়ে ভালো কিছু কাজ নিয়ে শ্রোতাদর্শকদের সামনে হাজির হবেন। এ বছরে প্রায় ১৮টি গান প্রকাশ করবেন বলে পরিকল্পনা রয়েছে মৌসুমির।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।