হলিউডের জনি ডেপ ভারতের রিকশাচালক!


প্রকাশিত: ০৬:২২ এএম, ২৫ জুলাই ২০১৫

শেষ পর্যন্ত ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ থেকে সোজা দিল্লির রিকশাচালক হলেন খ্যাতনামা অভিনেতা জনি ডেপ। আসলে হলিউড প্রেমিদের অবাক করার মতো খবর এটা। সম্প্রতি এমনি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।

এক্ষেত্রে অনেকে ভাবতে পারেন জনি ডেপ অনেক বড় অভিনেতা  তাই হয়ত শুটিংয়ের কাজে দিল্লিতে রিকশা চালচ্ছেন। কিন্তু না যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে তিনি বাস্তবে একজন রিকশাচালক।



দিল্লির এই রিকশাচালকের নাম আরোরো। হলিউডের সুপারস্টার জনি ডেপের চেহারার সঙ্গে তার চেহারার মিল থাকার কারণে অনেকেই গুলিয়ে ফেলেন। আর সেই কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এখন জ্যাক স্প্যারোর রিকশা টানার ছবিটি।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।