যেভাবে নির্মাণ করা হয়েছে থাগস অব হিন্দুস্তান (ভিডিও)

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ এএম, ১১ অক্টোবর ২০১৮

চলতি বছর বলিউডের বহুল প্রতীক্ষিত ছবির তালিকায় আছে ‌‌‌‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটি। তারকা ভরপুর ও ইতিহাসনির্ভর এ ছবিটি নিয়ে ভক্তদের উৎসাহ দীর্ঘদিনের। বেশ কিছুদিন আগেই মুক্তি দেয়া হয়েছে ছবিটির ট্রেলার। আর সেখানে ছবিটিতে যে চমক থাকছে সে আভাষ রেখেছেন পরিচালক।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস প্রকাশ করেছে ছবিটির নির্মাণের পেছনের গল্পের খুঁটিনাটি বিষয়। বাস্তবতার পূর্ণরূপ দেয়ার জন্যে নির্মাণ করা হয়েছিল কৃত্রিম জাহাজের এবং ব্যবস্থা করা হয়েছিল কৃত্রিম সমুদ্রেরও। আর এ সবকিছুর জন্যে বেছে নেয়া হয়েছিল ইউরোপের দেশ মাল্টাকে।

প্রায় ৩০ কেজি ওজনের চামড়ার পোশাকে এই বয়সেও অমিতাভ বচ্চনের শ্বাসরুদ্ধকর অভিনয় সবকিছুই উঠে এসেছে ‘বিহাইন্ড দ্য সিন অব থাগস অব হিন্দুস্তান’ এর এই ভিডিওতে।

ছবিটিতে অ‌ভিনয় করেছেন বলিউডের শাহেনশাহ খ্যাত তারকা অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

আরএএইচ/এমএ‌বি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।