শেষ জীবনের নিঃসঙ্গতায় আবুল হায়াত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ১১ জুলাই ২০১৯

ক্ষমতা, অর্থ থাকার পরেও নিয়তি কোনো কোনো মানুষকে চরম একাকিত্বে ঠেলে দিতে পারে। মানুষটি হয়ে যেতে পারে নিঃসঙ্গ, অসহায়। একদিন মুখরিত হয়ে থাকা জীবন শেষ বয়সে রুক্ষ হয়ে উঠবে এমনটা কেউ চায় না। তবুও হয়ে যায়। শেষ দিনগুলোতে ঠিকানা হয় এমন এক গন্তব্যে যা কল্পনাও করে না কেউ।

এমনই এক হতভাগ্য মানুষের চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত। দীর্ঘদিন পর তাকে একটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখবেন দর্শক।

‘গন্তব্য’ নামের এই নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। নাটকটি নেয়া হয়েছে জামাল হোসেনের একই নামের গল্প থেকে। জামাল হোসেন একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা। কাজের ফাঁকে তিনি অব্যাহত রেখেছেন সাহিত্য ও সংস্কৃতি চর্চা।

jagonews

তার বেশ জনপ্রিয় গল্প ‘গন্তব্য’। সেটিকেই নাটকে রূপ দিয়েছেন পরিচালক ইয়ামিন ইলান। এ নাটকে আরও অভিনয় করেছেন মিলি বাশার, নাদিয়া, ইমতু রাতিশ, তিতান চৌধুরী, রাহুল, লিমন, আফিফ খানসহ আরো অনেকে।

পরিচালক জানান, নাটকটি এনটিভির পর্দায় প্রচারিত হবে ১২ জুলাই রাত ১১টা ১৫ মিনিটে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।