হুমায়ূন ভক্তদের মন খারাপ করে দিলেন শাওন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৯ জুন ২০২০

হ‌ুমায়ূন আহমেদ ও মেহের আফরোজ শাওন বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০০৪ সালের ১২ ডিসেম্বর। ২০১২ সালের ১৯ জুলাই স্ত্রী শাওন ও ছেলে নিষাদ, নিনিতকে রেখে না ফেরার দেশে পাড়ির জমান হুমায়ূন আহমেদ। বর্তমানে দুই ছেলে আর স্বামীর স্মৃতি আগলে রেখে পথ চলছেন শাওন।

মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন মেহের আফরোজ শাওন। তেমনই ফেসবুকে এবার ৮ বছর আগের একটি ছবি পোস্ট করেছেন শাওন। এটাই নাকি হুমায়ূন আহমেদের সঙ্গে তোলা শাওনের প্রথম সেলফি।

ছবিটির ক্যাপশনে শাওন লিখেছেন, কোলন সার্জারির ৭ম দিনে বেলভিউ হাসপাতাল থেকে বাসায় ফেরার ছুটি পেয়ে আনন্দিত হুমায়ূন বলেছিলেন- ‘এসো দু’জনের একটা ছবি তুলি!’

শাওন আরও লিখেছেন, এটা আমাদের প্রথম সেলফি! আর এভাবে ছবি তোলাকে যে সেলফি বলে ওই সময়ে তা জানতাম না, শুধু মুহূর্তটা বন্দি করতে চেয়েছিলাম। দিনটি ছিল সোমবার- ১৮ জুন, ২০১২।

এরপর শাওন পরে দু’জনের আরও বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন। এই ছবির সঙ্গে কলকাতার কবি শ্রীজাত’র লেখা একটি গানের কয়েকটি লাইন পোস্ট করেন। গানের কথাগুলো হলো- ‘চুপ মুহূর্ত চুপ, ঠোঁটের তুরুপ/ এই তোমাকে ছুঁয়ে দিলাম, নাম, বুকের বোতাম, হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম! দিন এখনও রঙিন, তাকে আদরে তুলে রাখলাম।, আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ মন, তোমাকে ছুঁয়ে দিলাম।’

হুমায়ূন-শাওনের ভালোবাসায় বন্দি এই ফ্রেম মন খারাপ করে দিয়েছে অনেকের। ছবির কমেন্ট ঘরে কেউ কেউ লিখেছেন, ‘আহা রে! তিনি যদি আরো কয়েকটি বছর বাঁচতেন! এমন একটা মায়াময় মুহূর্তের ছবি! হাহাকার করে উঠলো ভিতরটা।’ আবার কেউ লিখেছেন, ‘মন খারাপ লাগছে ছবিটা দেখে।’ আবার কেউ কেউ হুমায়ূন আহমেদ ও শাওনকে শ্রদ্ধা জানানাচ্ছে।

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।