হুমায়ূন কবীর ঢালীর গল্প নিয়ে কলকাতায় চলচ্চিত্র

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৪ জুলাই ২০২০

বাংলাদেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী। তার লেখা পাঠককে মুগ্ধ করেছে বারবার। বিশেষ করে তার গল্পগুলো পাঠক হৃদয়কে ছুঁয়ে যায় খুব সহজেই। অনেক গল্পের ভিড়ে তার বেশ জনপ্রিয় গল্প 'হাঁটাবুড়ো'।

এবার এই গল্প অবলম্বনে কলকাতায় নির্মিত হতে চলেছে একটি চলচ্চিত্র। সেটি হবে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র। এরইমধ্যে ছবিটি নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন লেখক হুমায়ূন কবীর ঢালী।

তিনি জানান, এ বিষয়ে একটি কনফারমেশন লেটার লেখককে নির্মাতা প্রতিষ্ঠান পাঠিয়েছে। সেই সূত্রে জানা গেল আরএমটি ফিল্মস-এর ব্যানারে উল্লেখিত চলচ্চিত্রটি পরিচালনা করবেন ভারতের খ্যাতিমান পরিচালক রোপ আকতার আহমেদ। ইতিমধ্যে ছবিটির টাইটেল সং ও কলাকুশলী বাছাই চূড়ান্ত হয়েছে। 'হাঁটাবুড়ো'র টাইটেল সং-ও লিখেছেন হুমায়ূন কবীর ঢালী।

উল্লেখ্য, হুমায়ূন কবীর ঢালীর শিশুকিশোর গল্পগ্রন্থ 'ডিয়াওয়ালা'য় হাঁটাবুড়ো গল্পটি সন্নিবেশিত রয়েছে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।