সপরিবারে করোনায় আক্রান্ত তমা মির্জা
প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। ভয়ংকর পরিস্থিতির মধ্যে সময় পার করছে মানুষ। এর মধ্যে শোবিজ জগতের অনেকেই আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। সুস্থও হয়ে উঠেছেন কেউ কেউ। এবার দুঃসংবাদ দিলেন ঢাকাই সিনেমার নায়িকা তমা মির্জা।
করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা। তিনি শুধু একা নন, তার পরিবারের সকলেই আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
তমা মির্জা বলেন, ‘বাবা ও পারিবারিক ড্রাইভার ১০ দিন আগে করোনায় আক্রান্ত হন। আমার ছোট ভাই ৭ দিন আগে করোনায় আক্রান্ত হয়। মায়েরও করোনা পজিটিভ আসে। শুক্রবার (১০ জুলাই) সকালে আমারও করোনা রেজাল্ট পজিটিভ এসেছে।’
তমা জানান, সপরিবারে বাসায় আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন তারা। ইতোমধ্যে তার ড্রাইভার ও ছোটভাই সুস্থ হয়ে উঠছেন। পুরো পরিবারের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তমা মির্জা।
এমএবি/