ফকির আলমগীরের মৃত্যুর গুজব : ছেলে বললেন, ‘বাবা ভালো আছেন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৭ এএম, ১৭ জুলাই ২০২১

করোনায় আক্রান্ত হয়েছেন কিংবদন্তি গণসংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। তার ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে মারাত্মকভাবে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রয়েছেন দেশবরেণ্য এ শিল্পী।

১৬ জুলাই দিবাগত রাতে হঠাৎ ফকির আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিতান্তই গুজব বলে নিশ্চিত করেছেন শিল্পীর মেজো ছেলো মাসুক আলমগীর রাজীব।

তিনি জাগো নিউজকে বলেন, ‘আসলে আমার ছোট চাচী মারা গেছেন আজ৷ উনি ছিলেন আমার বাবার ছোট ভাই ফকির সিরাজ চাচার স্ত্রী। চাচীর মৃত্যুর খবরটিতেই হয়তো অনেকে আমার বাবাকে মিলিয়ে ফেলেছেন৷’

’বাবা আগের চেয়ে অনেক বেটার আছেন। ওনার যে প্লাজমা দরকার তা পাওয়া গেছে। আইসিইউতে থাকলেও চেতনা আছে। হাঁটাচলাও করতে পারছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজেই হেঁটে বাথরুমে গিয়েছেন।’

’বাবাকে দেখছি অনেক শক্ত মনোবলের। মুক্তিযোদ্ধা তো, গ্রামে বড় হয়েছেন। তার শারীরিক ও মানসিক শক্তি দেখে অবাক হচ্ছি। অক্সিজেনটা খুলে নিলে একটু সমস্যা হচ্ছে। এছাড়া ভালো আছেন তিনি,’ সবার কাছে বাবার জন্য দোয়া চেয়ে বলেন রাজীব।

তিনি কোনো কিছু নিশ্চিত না হয়ে ছড়ানো থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছেন। তার ভাষ্য, ’আমার অনুরোধ থাকবে কোনো খারাপ খবর গুজবে ছড়াবেন না।’

এই মূহুর্তে ফকির আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে আইসিইউতে ভর্তি রয়েছেন।

এলএ/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।