মেয়ের বাবা হলেন অভিনেতা সনি রহমান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৮ জুন ২০২২

মেয়ের বাবা হলেন অভিনেতা সনি রহমান। গত শুক্রবার, ১৭ জুন নরসিংদীর মাধবদী হলি ক্রিসেন্ট হাসপাতালে তার স্ত্রী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন। অভিনেতা জানিয়েছেন, মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

সনি রহমান বলেন, ‘প্রথম সন্তানের বাবা হলাম, তাও কন্যা সন্তান। অনুভূতিটা কতোটা মধুর তা সন্তান বুকে জড়িয়ে নেয়ার পর বুঝলাম। অনুভূতিটা সত্যিই অসাধারণ। বাবা হওয়ার অনুভূতিটা কি সেটা যাদের সন্তান হয়েছে তারাই একমাত্র বলতে পারবেন।

আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে সবার কাছে আমার সন্তান ও স্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি।’

সনি রহমান বেশ অনেক বছর ধরেই মঞ্চ, টিভি ও সিনেমায় কাজ করে যাচ্ছেন। মুক্তির অপেক্ষায় আছে তার ‘রাগি’ নামের একটি সিনেমা।

এফডিসিতে ব্যয়বহুল মসজিদটি তৈরির পেছনেও এই সনি রহমানের অনেক ভূমিকা রেখেছেন।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।