পুরান ঢাকার গল্প নিয়ে গোলাপী মঞ্জিল


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

চ্যানেল আইয়ের নতুন ধারাবাহিক নাটক ‘গোলাপী মঞ্জিল’ আগামী ১১ ফেব্রুয়ারি থেকে প্রচারে যাচ্ছে। সালমা বানীর উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরুপ দিয়েছেন ফারজানা আফরিন রুপা এবং পরিচালনা করেছেন তাহের শিপন।

জানা গেছে, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আই-তে এটি প্রচারিত হবে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা তাহের শিপন জানিয়েছেন, ‘পুরান ঢাকার এক প্রতাপশালীর একমাত্র পুত্রের সুন্নতে খাতনা নিয়ে শুরু হয় গল্প। পরে এই খাতনা নিয়ে বিভিন্ন রাজনীতিতে জড়িয়ে পড়ে মহল্লাবাসি। এটি নিয়ে পরবর্তীতে রক্তারক্তি অবধি কাহিনি গড়ায়। মানুষের মধ্যে এক চাপা উত্তেজনার সৃষ্টি হয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এগিয়ে যায় গল্প প্রবাহ।’

নির্মাতা আরো জানিয়েছেন, ‘গৎ বাঁধা কাহিনির বলয়কে পাশ কাটিয়ে চেষ্টা করেছি ‘গোলাপী মঞ্জিল’-এ দর্শকদের নতুন কিছু উপহার দিতে। আশা করি নাটকটি দর্শকদের কাছে ভালো লাগবে।’

‘গোলাপী মঞ্জিল’ ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারেক আনাম খান, অবাক রায়হান রিয়াদ, শ্যামল মাওলা, মারজুক রাসেল, হাফিজ, মনিরা মিঠু, মুন, ফজলুল রহমান বাবু, রুনা খান, সাদেক বাচ্চুসহ আরো অনেকে।

এনই/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।