ক্লিনটনকে সহজেই হারাবো : ট্রাম্প


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জরিপে দেখা যাচ্ছে হিলারি ক্লিনটনকে আমি সহজেই হারাবো। নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি ভোটাভুটিতে জয়ী হওয়ার পর বুধবার সিবিএসকে দেয়া এক স্বাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থীদের সমর্থন বেশি এমন রাজ্যগুলোতে জয় পাওয়ার কৌশল সম্পর্কে ধারণা দেন। ট্রাম্প বলেন, নিউ ইয়র্কে আমার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি জানেন, এই রাজনীতিবিদরা সব সময় ছয়টি রাজ্য নিয়েই কথা বলে। তারা জয়ী হওয়ার কথা বলেন।

তিনি বলেন, আমি এই খেলা পাল্টে দিতে পারি। কেননা সত্যিকার অর্থেই নিউ ইয়র্কে আমার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। উদাহরণ হিসেবে বলছি, আমি ভার্জিনিয়ায় জয়ী হতে যাচ্ছি একইভাবে মিশিগানেও জয়ী হতে যাচ্ছি।

এরআগে যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়ার আওতায় নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে  প্রাইমারি ভোটাভুটিতে  রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প জয়ী হলেও ডেমক্র্যাটিক হিলারি ক্লিনটন তার দলীয় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের কাছে হেরে যান। নিউ হ্যাম্পশায়ারে জয়ী হলেও স্যান্ডার্স আইওয়ায় হিলারির কাছে খুব অল্প ব্যবধানে হেরে যান।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।