বিয়ের পরে প্রথমবার!
দীর্ঘদিনের প্রেম শেষে অবশেষে সংসার পেতেছেন শোবিজের জনপ্রিয় জুটি নিলয় ও শখ। বিয়ের পর তারা বেশ কিছু নাটকে একসঙ্গে কাজ করেছেন। তবে এই প্রথমবারের তাদের কোনো আড্ডানুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে।
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের ‘আমার আমি’ অনুষ্ঠানের আগামী পর্বে অতিথি হয়ে আসবেন নিলয়-শখ। অনুষ্ঠানে তারা কথা বলেছেন অভিনয়ের বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া আরো বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।
পাশাপাশি তারা দর্শকদের জানাবেন নতুন দাম্পত্যের অনেক গল্প।
রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
এলএ