মুহূর্তেই মিলবে পছন্দের সব বাংলা গান


প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

কাজে, অবসরে কিংবা ক্লান্তির রেশ কাটানোর অন্যতম একটি মাধ্যম গান। তবে, সবসময় চাহিদা মতো পছন্দের গান হাতের কাছে পাওয়াটা একটু জটিলই বটে। সেই জটিলতাই এবার হবে পানির মতো সহজ। একসঙ্গে মুহূর্তের মধ্যেই মিলবে পছন্দের সব গান।

শ্রোতাদের প্রিয় শিল্পীদের বাংলা গান নিয়ে আসছে ‘গান অন ডিমান্ড লিমিটেড’র ‘গান অ্যাপ’। ‘গান অন ডিমান্ড লিমিটেড’র এই অ্যাপ থেকে শ্রোতারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে চাহিদা মতো পছন্দের গান শুনতে পারবেন যেকোনো সময়।
 
আজ সোমবার, ১৫ ফেব্রুয়ারি, রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘গান অন ডিমান্ড’র অ্যাপ্লিকেশনস ‘গান অ্যাপ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে, সরকারি কর্মকর্তা, গণমাধ্য ব্যক্তিত্বসহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএএমবিএ’র প্রেসিডেন্ট হামিম আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এবং ইয়ং বাংলার কনভেনার নাহিম রাজ্জাক। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগীত শিল্পী ফোয়াদ নাসের বাবু এবং এলিটা করিম।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানুষের প্রাত্যহিক জীবন, সংস্কৃতি, ফ্যাশন এবং আচার-ব্যবহারে সংগীত একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। বাংলাদেশে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে সংগীত মানুষের মধ্যে সচেতনা এবং উৎসাহ বৃদ্ধিতে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে।

দেশে গানের এমন জনপ্রিয়তায় কারণেই গানের চাহিদা বাড়ছে। সময়ের ব্যবধানে শুরু থেকে গান বিভিন্ন মাধ্যমে (যেমন-এলপি, ক্যাসেট, সিডি) এসেছে। পাশাপাশি সারা বিশ্বে মানুষের ইন্টারনেট নির্ভরশীলতাও বাড়ছে প্রতিদিনই। সে কারণেই ‘গান অন ডিমান্ড লিমিটেড’ এই জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মাধ্যম ইন্টারনেটে ‘অন ডিমান্ড স্ট্রিমিং সার্ভিস’ শীর্ষক সেবা চালু করছে।

‘গান অন ডিমান্ড লিমিটেড’র ‘গান’ একটি স্বাধীন গান শোনার মাধ্যম। এতে শ্রোতারা তাদের এন্ড্রয়েড মোবাইলে বাংলাদেশি অথবা বাংলা গান শুনতে পারবেন। যেকোনো সময়, যেকোনো জায়গায় তাৎক্ষণিকভাবে ‘গান’র অ্যাপটি ব্যবহার করে শ্রোতারা প্রিয় শিল্পীদের উচ্চমান সম্পন্ন গানের ভার্সন ও অ্যালবাম শুনতে পারবেন।

‘অন ডিমান্ড রেডিওস’-এর সম্পাদকীয় পাতায় পছন্দের গান ও শিল্পীদের খোঁজ চলতে থাকে। শ্রোতারা জেনরা ভিত্তিক ‘রেডিও’ ব্রাউজ করে একটি প্লে লিস্ট তৈরি করে এবং ‘ওয়ান্ট টু হেয়ার’র ‘ফ্রিডম’ মেনু থেকে পছন্দের গান শুনতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে হামিম আহমেদ বলেন, ‘গান’ বাংলাদেশে একটি উদ্বোধনী, বিপ্লবী সেবা। এ অনুষ্ঠানে এসে আমি নিজেকে গর্বিত অনুভব করছি। ‘গান’ শুধু প্রথাগত গান শোনার পদ্ধতিকেই ভেঙ্গে দেয়নি বরং শিল্পী ও শ্রোতাদের ক্ষমতায়ন করছে।’

নাহিম রাজ্জাক বলেন, ‘সহজভাবে গান শোনার জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছে। আজ শ্রোতদের সেই স্বপ্ন পুরণ হতে চলেছে। এ সেবা চালু হওয়ার মাধ্যমে শ্রোতাদের সংগীত জীবনে নতুন প্রাণের সঞ্চার হবে। তারা যেখানে, কেকোনো সময় চাইবে, পছন্দের গান শুনতে পাবে। এটি সত্যিই সংগীত শিল্প এবং উৎসুক শ্রোতাদের জন্য একটি নতুন ভোর।’

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।