আইটেম গানে নায়লা নাঈমের বাজিমাত! (ভিডিও)


প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

হাবিবুল ইসলাম হাবিব নির্মাণ করছেন চলচ্চিত্র ‘রাত্রীর যাত্রী’। এতে আইটেম গার্ল হিসেবে নাচতে দেখো যাবে সময়ের আলোচিত মডেল নায়লা নাঈমকে। নির্মানাধীন এ চলচ্চিত্রের আইটেম গানটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে। আর প্রকাশের মাত্র পাঁচ দিনেই রীতিমত ঝড় তুলেছে।

নির্মাতার দাবি, মাত্র পাঁচ দিনেই একলক্ষ দর্শক উপভোগ করেছেন নায়লার নাচ। ‘আমি সুন্দরী নারী’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বৃটেন প্রবাসী শিল্পী রুবাইয়াত জাহান।

রাত্রির যাত্রী সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। মৌসুমীর প্রেমিক হিসেবে অভিনয় করতে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে। তার বাবা হিসেবে থাকছেন চলচ্চিত্রের নন্দিত অভিনেতা এটিএম শামসুজ্জামান। শহরে থাকা মৌসুমীর ভাই ও তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল ও সোনিয়া হোসেন। আরো রয়েছেন বরেণ্য নির্মাতা সালাউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, রেবেকা, শিমুল খান, জিয়া তালুকদার, শিমুল আহমেদ, আনান জামান প্রমুখ।

রাত্রির যাত্রী সিনেমাটি প্রযোজনা করছে ব্যাংক অব অডিও ভিজুয়াল আর্টস।

দেখুন আইটেম গানের ভিডিও :

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।