‘ব্যাচেলরস ফুটবল’ নাটকের ভিউ নিয়ে উচ্ছ্বসিত অমি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৯ ডিসেম্বর ২০২২

ব্যাচেলর পয়েন্ট নাটকের জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশ্বকাপ ফুটবল নিয়ে এই নাটকের বিশেষ পর্ব নির্মিত হয়েছিল। নাটকটি প্রচারের ১৮তম দিন অতিক্রম করেছে। এরই মধ্যে নাকটটির ভিউ ১ কোটি ছাড়িয়েছে। এই নিয়ে নাটকের পরিচালক কাজল আরেফিন অমি বেশ উচ্ছ্বসিত।

নির্মাতা কাজল আরেফিন অমি নাটকের ভিউ নিয়ে আজ (৯ ডিসেম্বর) তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এতে তিনি লিখেছেন, ধন্যবাদ দর্শকদের! ব্যাচেলরস ফুটবল মাত্র ১৮ দিনে ১ কোটি মানুষ দেখেছে, আপনাদের দর্শন আমাদের অনুপ্রাণিত করে। ব্যাচেলরস ফুটবল নাটকটি ইউটিউবে রিলিজের পূর্বেই টিভি থেকে অসৎ উপায়ে ইউটিউবে চলে আসায়, অনেকে দেখে ফেলেন কিন্তু তারপরেও এত দর্শক যে আমাদের নাটকটি দেখবেন, আমরা কল্পনাও করতে পারিনি। ধন্যবাদ আপনাদের।’

কাজল আরেফিন অমি তার এই নাটকের আরও কয়েকটি বিশেষ পর্বের দর্শকপ্রিয়তার কথা জানিয়ে লেখেন, ‘আমার বানানো কিছু কাজ, যেগুলো দ্রুততম সময়ে কোটির মাইলফলক অর্জন করেছে, ব্যাচেলরস কুরবানি, ৪ দিনে ১ কোটি, গুড বাজ, ৬ দিনে ১ কোটি, ব্যাচেলরস রমজান, ৬ দিনে ১ কোটি, ফিমেল ২-৮ দিনে ১ কোটি। ব্যাড বাজ, ২৮ দিনে ১ কোটি। আপনাদেরকে ওয়েব সিরিজ উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। পাশে থাকবেন এভাবেই।’

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।