শহীদদের কটাক্ষ মানেই রক্তের সঙ্গে বেঈমানি : ইনু
ফাইল ছবি
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ৩০ লাখ শহীদদের নিয়ে কটাক্ষ করা মানেই তাদের রক্তের সঙ্গে বেঈমানী করা। বাংলাদেশে থেকে পাকিস্তানের দালালি করার দিন শেষ হয়ে গেছে। সুতরাং যারা একাজ করছে তারা বাংলাদেশে থাকার অনুপযুক্ত। তারা যেন দলবল ও লাটবহর নিয়ে পাকিস্তানে পাড়ি জমায়। কারণ সেটাই তাদের জন্য উপযুক্ত স্থান।
বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, জাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাড. অনাদী কুমার বসাক প্রমুখ।
রেজাউল করিম রেজা/এআরএ/পিআর