এবারও আওয়ামী লীগের মনোনয়ন চান চিত্রনায়ক শাকিল খান

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১২ ডিসেম্বর ২০২২

চিত্রনায়ক শাকিল খানের বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি সম্বলিত প্যানায় ছেয়ে গেছে মোংলা বন্দর ও পৌর শহর। মোংলা-রামপালের (বাগেরহাট-৩ সংসদীয় আসন) বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো শাকিল খানের ছবিসহ এ প্যানা।

সোমবার (১২ ডিসেম্বর) প্যানাগুলো সাঁটানো হয়েছে। শাকিল খান বিগত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন (মোংলা-রামপাল) থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

রাত পৌনে ৮টার দিকে চিত্রনায়ক শাকিল খান জাগো নিউজকে বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আমি মনোনয়ন দাখিল করেছিলাম। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন আমাকে বিবেচনায় রাখেননি। হয়তো সামনের বিবেচনায় রেখেছেন। আগামীতেও আমি মনোনয়নপ্রত্যাশী। প্রধানমন্ত্রী যদি আমাকে দিয়ে কাজ করানো সম্ভব মনে করেন আর যদি মনোনয়ন দেন তাহলে দলের পক্ষ হয়ে কাজ করবো। দলের হয়ে কাজ করে আসছি, ভবিষ্যতেও করে যাবো।’

Mongla-(2).jpg

মনোনয়নপ্রত্যাশীর পাশাপাশি নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘মোংলাকে ঘিরে ট্যুরিজম নিয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু বিগত সময়ে সিনিয়র রাজনীতিবিদরা তার কিছুই করেননি। বন্দরের শিল্প এলাকায় স্থানীয় শিক্ষিত দক্ষ লোকদের চাকরিও হয়নি। দীর্ঘদিনে হয়নি মোংলা নদীর ওপরের ব্রিজ। তাই এ এলাকাকে ঘিরে আমার অনেক পরিকল্পনা রয়েছে। আমি যদি ওই জায়গায় যাওয়ার সুযোগ পাই তাহলে মোংলার সুন্দরবন ইউনিয়ন ও চিলা ইউনিয়নের জয়মনিতে ট্যুরিজম নিয়ে কাজ করবো, তাতে স্থানীয়রা উপকৃত হবেন।’

চলতি মাসেই নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করতে মোংলা ও রামপালে আসবেন বলেও জানান একসময়ের জনপ্রিয় এ চিত্রনায়ক।

চিত্রনায়ক শাকিল খানের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা গ্রামে।

আবু হোসাইন সুমন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।