শান্ত হরিয়ানা, পানি যাচ্ছে দিল্লিতে


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

কোটার দাবিতে গড়ে ওঠা জাঠ সম্প্রদায়ের বিক্ষোভ স্থগিত করায় ভারতের হরিয়ানা রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রাজ্যের একটি পানির খালের নিয়ন্ত্রণ জাঠদের কাছে থেকে সেনাবাহিনী নেওয়ায় রাজধানী নয়াদিল্লিতে পানি সরবরাহ শুরু হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাঠদের বিক্ষোভ সহিংসতার কারণে মুনাক খালের নিয়ন্ত্রণ হারায় স্থানীয় কর্মকর্তারা। এর ফলে রাজধানী নয়াদিল্লিতে তীব্র পানিসংকট দেখা দেয়। সোমবার হরিয়ানার মুনাক খালের দখল নেয় সেনাবাহিনী।

দিল্লির পানিমন্ত্রি কপিল মিশ্র বলেন, এখনো সংকট কেটে যায়নি। তিনি লোকজনকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পানি ব্যবহারের আহ্বান জানান।

Jat-Reservation

এদিকে, পানি সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া দিল্লির সব স্কুল পুনরায় খুলে দেওয়া হয়েছে। দিল্লিতে প্রায় এক কোটি ৬০ লাখ মানুষের বসবাস। রাজধানী দিল্লির তিন-পঞ্চমাংশ পানি সরবরাহ করা হয় হরিয়ানার মুনাক খাল থেকে।

মঙ্গলবার পানিমন্ত্রি মিশ্র এক ট্যুইট বার্তায় বলেন, মুনাক খাল থেকে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। মধ্য ও উত্তর দিল্লির কিছু কিছু এলাকায় পুনরায় পানি সরবরাহ হচ্ছে।

সোমবার সেনাবাহিনী মুনাক খালের দখল নিলেও জাঠদের সহিংসতায় পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় তা পুনরায় সরবরাহ উপযোগী করতে আরো সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। সাতদিনের সহিংসতায় হরিয়ানায় এখন পর্যন্ত ১৮ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। রোহতক এবং ঝাঝর জেলায় এখনো কারফিউ অব্যাহত রয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।