চলচ্চিত্র পরিচালক শফিক হাসান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২০ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩
চলচ্চিত্র পরিচালক শফিক হাসান

চলচ্চিত্র পরিচালক শফিক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণা মামলায় শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর এফডিসি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান।

তিনি বলেন, শফিক হাসানের বিরুদ্ধে সিনেমার কপি রাইট নিয়ে প্রতারণা মামলা করা হয়েছে। লেনদেন সংক্রান্ত অভিযোগে এ মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী শারমিনের অবস্থা আশঙ্কাজনক

জানা যায়, ‘ধূমকেতু’ ও ‘স্বপ্ন ছোঁয়া’ নামের সিনেমার প্রযোজক বিদেশে থাকার সুযোগে রুবেল নামে এক ব্যক্তিকে ভুয়া মালিক বানিয়ে দুটি সিনেমার স্বত্ব দুই জায়গায় বিক্রি করেছেন পরিচালক শফিক হাসান। পরে বিষয়টি জানাজানি হলে শফিক হাসান টাকা ফেরত দিতে চান। সে টাকাও ফেরত না দিলে টেলিভিশন রাইট কেনা চ্যানেল এটিএন বাংলা মামলাটি করে। ওই মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরএসএম/আরএডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।