রাত্রীর যাত্রীর শুটিংয়ে মিলন-মৌসুমী


প্রকাশিত: ০৭:২১ এএম, ০২ মার্চ ২০১৬

চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক আনিসুর রহমান মিলনকে জুটি করে হাবিবুল ইসলাম হাবিব নির্মাণ করছেন ‘রাত্রীর যাত্রী’ নামের চলচ্চিত্র। গেল ২৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পূবাইলে এবং রোজ গার্ডেনে ছবিটির কিছু গ্রামীন দৃৃশ্যের শুটিং হয়েছে।

এসময় শুটিংয়ে অংশ নেন চিত্রনায়িকা মৌসুমী, আনিসুর রহমান মিলন, এটিএম সামসুজ্জামান ও রেবেকা।

পরিচালক জানান, ‘গ্রামের কিছু রোমান্টিক ও পারিবারিক দৃশের শুটিং করা হয় এই তিন দিন। রাত্রীর যাত্রী’র কাজ প্রায় শেষ পর্যায়ে, আরেক লটের শুটিং করে সম্পাদনার কাজে হাত দিবো।

রাত্রির যাত্রী ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। তোর বিপরীতে দেখা যাবে মিলনকে। আরো অভিনয় করছেন সালাহ উদ্দিন লাভলু, এটিএম এটিএম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামান, জিয়া তালুকদার, মুক্তা হাসান, লায়লা নাঈম, সাদিয়া আফরিনসহ আরো অনেকে।

এ চলচ্চিত্রের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। গেল ২০ অক্টোবর বিএফডিসিতে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। রাত্রির যাত্রী ছবিটি প্রযোজনা করছে ব্যাংক অব অডিও ভিজুয়াল আর্টস।

এরইমধ্যে ‘আমি সুন্দরী নারী’ শিরোনামের একটি আইটেম গান দিয়ে সাড়া ফেলেছে ছবিটি। এই গানে নৃত্য করেছেন আইটেম কন্যা লায়লা নাঈম। গানে কণ্ঠ দিয়েছেন বৃটেন প্রবাসী শিল্পী রুবাইয়াত জাহান।

পাশাপাশি ‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রে ‘কি যে করো ময়না’ শিরোনামে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এবং লেমিস।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।