আজ বিকেলেই মিঠুর দাফন


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ০৯ মার্চ ২০১৬

দেশে ফিরেছেন সদ্য প্রয়াত নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠুর ছেলে আর্য শ্রেষ্ঠ। তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে আজ বুধবার, ৯ মার্চ বাদ আসরের পর বনানী করবস্থানে সমাহিত করা হবে মিঠুকে।

এর আগে সকাল নয়টায় হিমাগার থেকে মরদেহ বের করে নিয়ে যাওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা জানিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ।

এরপর মরহদেহ নিয়ে যাওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। জোহরের নামাজের পর বিএফডিসিতে হবে আরেকটি জানাজা। এরপর চ্যানেল আই ভবনে প্রয়াতের দেহ আনা হবে শেষ জানাজার জন্য।

প্রসঙ্গত, গেল সোমবার দুপুরে কৃষ্ণচূড়া গাছের চাপায় মৃত্যুবরণ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রকার খালিদ মাহমুদ মিঠু।

১৯৬০ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। বড় হয়েছেন মামা প্রখ্যাত চিত্রনির্মাতা প্রয়াত আলমগীর কবিরের কাছে। তার মা বেগম মমতাজ হোসেন বিখ্যাত নাট্যকার। চিত্রকলায় ডিগ্রী নিয়েও মিঠু নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন চলচ্চিত্রকার হিসেবে। ২০১০ সালে প্রথম চলচ্চিত্র ‌‌‘গহীনে শব্দ’ দিয়ে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এছাড়াও ছবিটি আরো তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পায়। এর চার বছর পর তিনি তৈরি করেন ‌‌‘জোনাকীর আলো’ চলচ্চিত্র। এই ছবিতে অভিনয় করে বিদ্যা সিনহা মিম সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।