২ রানের জন্য রেকর্ড হলো না তামিমের


প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৯ মার্চ ২০১৬

এশিয়া কাপের শেষ দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু এই দুই ম্যাচে ভালোভাবে কথা বলেনি তামিম ইকবালের ব্যাট। তবে এশিয়া কাপের ব্যর্থতা ঘুচিয়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে যেন স্বরুপে ফিরে পেলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

নেদারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই অপরাজিত ৮৩ রান করে বাংলাদেশকে ১৫৩ রানের শক্তিশালী স্কোর গড়তে সাহায্য করেন তিনি। ৫৮ বলে ৬টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায় এই স্কোর গড়েন তিনি।

টি-টোয়েন্টিতে নিজের ব্যাক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ রান করার পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করার কৃতিত্ব অর্জন করলেন তামিম। সাকিব আল হাসান ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রান করেছিলেন যা এখন পর্যন্ত বিশ্বকাপের ক্ষুদ্র আসরে কোন বাংলাদেশির করা সর্বোচ্চ স্কোর। মাত্র ২ রানের জন্য রেকর্ডটি নিজের করে নিতে না পারলেও দলকে নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী তামিম ইকবাল।  

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।