দেশে আইএস বলতে কিছু নেই


প্রকাশিত: ১০:৫০ এএম, ১২ মার্চ ২০১৬

সিআইডি অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শেখ হিমায়েত হোসেন বলেছেন, বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) বলতে কিছু নেই। এখানে জামায়াত-শিবির, জেএমবিরা যে জঙ্গি তৎপরতা চালাচ্ছে, এটাই মূলত তথাকথিত আইএস বলে চালানো হচ্ছে। কিন্তু বাংলাদেশে আইএস বলতে কোনো কিছু নেই বলে দাবি করেন তিনি।

শনিবার দুপুরে শেরপুর জেলা পুলিশ ভবনের তৃতীয় তলায় সিআইডির ক্যাম্প অফিস উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এসময় ময়মনসিংহ বিভাগীয় সিআইডির বিশেষ পুলিশ সুপার মতিউর রহমান বলেন, শেরপুরের সাধারণ মানুষ বিশেষ করে ন্যায় বিচার প্রত্যাশীরা সিআইডি ক্যাম্পের মাধ্যমে বিচার পাবে।

সিআইডি ক্যাম্পটিতে পূর্বের ক্যাম্পের লোকবল বৃদ্ধি করে পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় বর্ধিত ভবনে একজন এএসপি, দুইজন ইন্সপেক্টর, চারজন এসআইসহ মোট ১১ জন কর্মকার্তা-কর্মচারী নিয়ে কার্যক্রম শুরু হলো।

এসময় জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, চেম্বার সভাপতি মো. মাছুদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ মুহম্মদ নুরুল ইসলাম হিরুসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

হাকিম বাবুল/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।