চাঁদা না পেয়ে দুই এনজিও কর্মকর্তাকে গাছে বেঁধে নির্যাতন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ব্রাকের আঞ্চলিক কার্যালয়ে প্রবেশ করে দুই কর্মকর্তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে সন্ত্রাসীরা।
রোববার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই প্রতিষ্ঠানের আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুল হক বাদী হয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী ব্রাক কর্মকতারা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ গ্রামে অবস্থিত ব্রাক আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের কাছে দীর্ঘ দিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে স্থানীয় সন্ত্রাসী বাবু ও তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকার করায় খারাপ আচরণ করে সন্ত্রাসীরা।
একইভাবে রোববার দুপুরে দাবিকৃত চাঁদা না পেয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে প্রথমে কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে। এসময় অফিসের লোকজন বাধা দিলে সন্ত্রাসীরা কর্মকর্তা আশরাফুল ইসলাম ও বুলবুল মোল্লাকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে নির্যাতন করে। এসময় তারা মারাত্মকভাবে আহত হন। পরে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও তিনটি মোবাইল সেট ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এরপর এ ঘটনায় থানায় মামলা না করার জন্য হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এ ব্যাপারে ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুল হক জাগো নিউজকে জানান, সন্ত্রাসীরা কার্যালয়ে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে দুই কর্মকর্তাকে পিটিয়ে আহত করে। তাছাড়া অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।
অপরদিকে, এ ঘটনার সঙ্গে অভিযুক্ত বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার সঙ্গে তার লোকজন জড়িত থাকতে পারে। কিন্তু তিনি জড়িত নন বলে দাবি করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভুঞা জাগো নিউজকে জানান, বেসরকারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে পিটিয়ে আহত করার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। দোষীদের গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
শাহাদাত হোসেন/এআরএ/পিআর