১৭ মার্চ মুক্তি পাচ্ছে ছোটকাকু চলচ্চিত্র


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১৪ মার্চ ২০১৬

দারুণ সুখবর ‘ছোট কাকু’ সিরিজের ভক্তদের জন্য। ধারাবাহিক সিরিজ, বই, ধারাবাহিক নাটক এবং কমিকস বুকের পর এবার বড় পর্দা বাজিমাত করতে আসছেন ‘ছোটকাকু’। আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবসে চলচ্চিত্রটি মুক্তি পাবে।

মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ধারাবাহিক রহস্য রোমাঞ্চ কিশোর উপন্যাস ছোটকাকু’র প্রথম গল্প কক্সবাজারে ‘কাকাতুয়া’ নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন।

নাটকের মতো ছবিতেও ছোটকাকুর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন নিজেই। এতে আরো অভিনয় করেছেন জহিরউদ্দিন পিয়ার, শামস সুমন, অর্ষা, সীমান্ত প্রমুখ।

ইতোমধ্যে চলচ্চিত্রটি সেন্সর সনদ লাভ করেছে। ১৭ মার্চ দুপুর ৩টা ৫ মিনিটে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। একই সঙ্গে চলচ্চিত্রটি যমুনা ব্লক বাষ্টার সিনেমাসসহ বেশ কয়েকটি হলে মুক্তি পাবে ১৮ মার্চ থেকে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।