নির্বাচন মানে চোর-পুলিশ খেলা নয় : শাহনেওয়াজ
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, নির্বাচন মানে চোর-পুলিশ খেলা নয়। সকল রাজনৈতিক দলসহ সবার সহযোগীতা পেলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সার্ভার স্টেশন উদ্বোধনকালে সংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি নির্বাচন কমিশনকে রাজনৈতিক ভাবে প্রভাবমুক্ত ও স্বাধীন উল্লেখ করে বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার অনিয়ম সহ্য করা হবে না। নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে কমিশনের পক্ষ থেকে বেশ কিছু প্রদক্ষেপ নেয়া হয়েছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, আঞ্চলিক নির্বাচন অফিসার বিভোর কুমার বিশ্বাস, জেলা আ.লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জেলা নির্বাচন অফিসার মো. সোহেল সামাদ প্রমুখ।
কাজল কায়েস/এফএ/এবিএস