নতুন চলচ্চিত্রে শাবনূর


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২০ মার্চ ২০১৬

তিনি আর চলচ্চিত্রে ফিরবেন না। তার ব্যস্ততা এখন স্বামী-সন্তান-সংসার নিয়ে। এইসব খবর যখন মিডিয়াতে উড়ে বেড়াচ্ছে ঠিক তখনই চমকে যাবার মতোই খবর এলো বটে! দীর্ঘদিনের বিরতি কাটিয়ে আবারো ঢাকাই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দর্শকনন্দিনী চিত্রনায়িকা শাবনূর।

জানা গেছে, ‘মন যারে চায়’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাবনূর। এটি পরিচালনা করবেন জনপ্রিয় চিত্রপরিচালক পি এ কাজল।

ছবিতে শাবনূরের বিপরীতে কে অভিনয় করছেন, তা এখনও চূড়ান্ত নয়। তবে এটাকে চমক হিসেবেই রাখতে চাচ্ছেন নির্মাতা। জাগো নিউজকে তিনি বলেন, ‘সবেমাত্র শাবনূরের সাথে ছবির ব্যাপারে আলাপ করেছি। ছবিতে তাকে রাজনৈতিক নেত্রী হিসেবে দেখা যাবে। খুশির খবর এটাই, ছবির গল্প ও নিজের চরিত্র পছন্দ করে এতে তিনি কাজ করার জন্য সম্মতি জানিয়েছেন। তার কাছে থেকে ছবিতে কাজের জন্য আগামী মে-জুন মাসে শিডিউলও নিয়েছি। তবে শাবনূরে বিপরীতে নায়ক হিসেবে কে থাকবেন সেটি এখনো চূড়ান্ত নয়। আমার ইচ্ছে আছে তার সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছেন এমন কোনো নায়ককেই বেছে নেব।’

আগামী মাসে এ ব্যাপারে বিস্তারিত আরো জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা কাজল।

এদিকে, শাবনূর অভিনীত সর্বশেষ ছবি বদিউল আলম খোকনের ‘পাগল মানুষ’। এটি কাজ শেষ হয়েছে গত বছর। ছবিটি এখনও মুক্তি পায়নি। তাছাড়া সর্বশেষ শাবনূর লাইট-ক্যামেরার সামনে এসেছিলেন গত ডিসেম্বরে ‘ইউরো স্টার অটো গ্যাস স্টোভ’ নামক একটি ক্রোকারিজ কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে।

দীর্ঘ বিরতির পর শাবনূরের আবারো চলচ্চিত্রে ফেরা নিয়ে সংশ্লিষ্ট অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন শাবনূরকে আবারো নিয়মিত চলচ্চিত্রে পাওয়া গেলে ইন্ডাস্ট্রিতে নতুন আশার সঞ্চার হবে।

এনই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।