স্বামী ছাড়া শুটিং করবেন না সানি লিওন (ভিডিও)


প্রকাশিত: ০৪:০৯ এএম, ১৩ ডিসেম্বর ২০১৪

পর্নো জগত ছেড়ে বলিউডে স্থায়ী আসন গড়ার চেষ্টায় অনেকটা সফল সানি লিওন। শুধু তাই নয়, বলিউডে তাকে নিয়ে কাজ করতে হলে ইদানীং নির্মাতাদের অনেক ঝক্কি ঝামেলাও পোহাতে হয়। হাতে খুব একটা কাজ না থাকলেও ডেট সমস্যা, অতিরিক্ত পারিশ্রমিক দাবিসহ অনেক আবদার রয়েছে সানির।

নির্মাতারা সেসব আবদার পূরণ করারও চেষ্টা করেন। এবার সানির নতুন বায়না তার স্বামীকে নিয়ে। স্বামী ড্যানিয়েল ওয়েবার যদি সেটে উপস্থিত না থাকেন তাহলে তিনি শুটিং করবেন না বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু কেন?

খোঁজ নিয়ে জানা গেছে, সানি নাকি সেটের মধ্যে নিরাপত্তাহীনতায় ভোগেন। আপকামিং ছবি ‘লীলা’র শুটিং চলাকালে কেউ একজন নাকি তাকে বিশ্রীভাবে ইঙ্গিত দিয়েছিল। বিষয়টি নিয়ে সানি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বলেছেন তিনি ধর্ষণের শিকার হতে পারেন। তাই সেটে তার স্বামীর উপস্থিত থাকাটা বাঞ্ছনীয়।

তার এমন আবদার নিয়ে কিন্তু বলিউডে গুঞ্জন রটেছে। গুজবে প্রকাশ, আসলে স্বামী নাকি সানিকে বিশ্বাস করতে চাইছেন না। তাই সেটে দাঁড় করিয়ে নিজেকে সতী প্রমাণ করতেই নাকি সানি তার স্বামীকে সেটে নিয়ে আসার বায়না ধরেছেন নির্মাতাদের কাছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।