চলচ্চিত্র নির্মাতাদের সঙ্কট উত্তরণে সেমিনার


প্রকাশিত: ০৬:২০ এএম, ০২ এপ্রিল ২০১৬

বাংলাদেশি চলচ্চিত্র বর্তমানে একাধারে সঙ্কট ও সম্ভাবনার দুয়ারে উপস্থিত হয়েছে। একদিকে যেমন বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য নানারকম মহাদূর্যোগ চলচ্চিত্রের সুরক্ষিত বাজার বিনষ্ট করছে, অন্যদিকে দেশের তরুণদের মধ্যে চলচ্চিত্র নির্মাণের বা চলচ্চিত্রের যেকোনো মাধ্যমে ক্রিয়াশীল থাকার আগ্রহ ক্রমেই শক্তিশালী হয়েছে।

চলচ্চিত্রের বাণিজ্যসঙ্কট যেমন আশঙ্কার বিষয়, অন্যদিকে চলচ্চিত্রের প্রতি তরুণদের এই বিপুল আগ্রহ বিশাল সম্ভাবনার ক্ষেত্র। সিনেমাহল বন্ধ হয়ে যাওয়া যেমন চিন্তা উদ্রেক করার মত বিষয়, ঠিক তেমনি সিনেপ্লেক্স সংস্কৃতির বিস্তার আশা জাগানিয়া সোনালি ভবিষৎ। সন্দেহ নেই দেশের চলচ্চিত্রে যুগ পরিবর্তনের এই ক্ষণ খুব গুরুত্বপূর্ণ।

আর তাই সঙ্কটগুলোর সমাধাণ করে চলচ্চিত্রকে বিশ্ব ভুবনে তুলে ধরার প্রয়াস নেয়া যায়। তার জন্য চাই নির্মাতাদের জ্ঞান বৃদ্ধি, অভিনব ও আধুনিক কলাকৌশল রপ্তকরণ। চাই চলচ্চিত্রের বাজার তৈরিতে মেধার বিকাশ।

সে লক্ষেই বাংলাদেশের নতুন ও তরুণ চলচ্চিত্র নির্মাতাদের প্রতিকূলতা বা সঙ্কটসমূহ উত্তরণের পথ অনুসন্ধানে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে ‘বাংলাদেশের নতুন চলচ্চিত্র নির্মাতাদের সঙ্কটসূহ: উত্তরণের পথ’ শীর্ষক একটি জাতীয় সেমিনার আয়োজন করেছে। এই সেমিনারে অংশগ্রহণ করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবে বছরব্যাপি অংশগ্রহণকারী বাংলাদেশের ২২০ জন চলচ্চিত্রকার। সেমিনারটি আজ শনিবার, ২ এপ্রিল বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উৎসবের জুরি কমিটির প্রধান অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী। এছাড়াও উপস্থিত থাকবেন উৎসব জুরি কমিটি সদস্য চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক, চলচ্চিত্র নির্মাতা সামির আহমেদ, অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী এবং শিল্পী সব্যসাচী হাজরা।

সেমিনারে প্রারম্ভিক আলোচনা ও সেমিনার সঞ্চালনা করবেন ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবের পরিচালক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন। সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।