প্রার্থিতা ফিরে পেতে ইসিতে মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩

আসন্ন জাতীয় নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর বিরুদ্ধে শুনানি করতে নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন এ নায়িকা।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে ইসিতে আসেন তিনি।

জাগো নিউজকে তিনি বলেন, আশা করছি আমার মনোনয়ন মঞ্জুর হবে। আপনাদের দোয়া চাই। নির্বাচনে অংশ নিয়ে জয়ী হতে চাই।

এসময় তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার ও আইনজীবী। আপিলের তথ্যে তার নাম উল্লেখ করা হয়েছে শারমিন আক্তার নিপা মাহিয়া। আপিল নম্বর ১৭৯/২০২৩।

জানা গেছে, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। তবে ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

এসএম/এমওএস/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।