টিকে থাকার লড়াইয়ে প্রস্তুত রাখি!


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ২২ ডিসেম্বর ২০১৪

সিনেমা জগতে টিকে থাকতে নিজেকে উজাড় করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বলিউড তারকা রাখি সায়ান্ত। বছর দশেক আগে ‘মোহাব্বত হায় মিরচি’ আইটেম গানে নেচে সুনাম অর্জন করলেও রূপালি পর্দায় অনিয়মিতই আছেন এ তারকা।

সম্প্রতি তিনি সংবাদমাধ্যমে আসছেন তার নতুন সিনেমা ‘মুম্বাই ক্যান ডান্স সালা’-এর প্রচারণার জন্য। এক সাক্ষাৎকারে রাখি বলেন, অভিনেত্রী হিসেবে আমার কোনও বাঁধা নেই, নিজেকে উপস্থাপন করতে আমি কিছু মনে করব না।

প্রায় ২ বছর আমি কোনও কাজ পাইনি। আমার পরিবারের কেউ সিনেমা জগতে ছিল না, সুতরাং আমাকে এখানে টিকতে হলে যা করা দরকার তা-ই করব। শচিন্দ্র শর্মা পরিচালিত ‘মুম্বাই ক্যান ডান্স সালা’ সিনেমায় বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাখি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।