কবে আসছে জয়ার ‘বাগানবিলাস’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এলিটা করিম ও প্রীতম হাসানের সঙ্গে একটি মিউজিক্যালে কাজ করার কথা গত সপ্তাহেই জানিয়েছিলেন তিনি। এবার জানা গেল সেটি মুক্তির খবর।
জয়া আহসান ফেসবুকে লিখেছেন, ‘আগামীকাল ২৭ জানুয়ারি রাত ৯টায় মুক্তি পাবে ‘বাগানবিলাস’। তবে কোন প্ল্যাটফর্মে ছবিটি আসবে তা জানাননি।
পোস্টারের সঙ্গে ৩০ সেকেন্ডের টিজারও শেয়ার করেছেন জয়া। ছবিটি পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম। তিনি রোজা নামেই পরিচিত।
নির্মাতা সাদিয়া ইসলাম রোজা বলেন, ‘সামাজিক একটি সংকট এতে রয়েছে। বলা যায় এটি একাকিত্বের গল্প। যে গল্পটি আমাদের চারপাশের। আমরা সভ্যতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষ নাগরিক জীবনে একা হয়ে যাচ্ছে। দিন শেষে খেয়াল রাখার মানুষ যে প্রয়োজন, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি।’
অভিনয়ের পাশাপাশি মিউজিক্যাল ফিল্মটিতে গানও করেছেন এলিটা করিম ও প্রীতম হাসান।
এমআই/এলআইএ/এমএস