এক আঙুলে ১৪৪ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড যুবকের

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:২০ পিএম, ০৪ আগস্ট ২০২৫

রেকর্ড গড়তে কতকিছু না করেন মানুষ তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তালিকা দেখলেই বোঝা যায়। তবে এর কিছু কিছু রেকর্ড আছে মানুষকে অনুপ্রেরণা দেয় আবার কিছু রেকর্ড অন্যদের চেষ্টা না করার সতর্ক বার্তা দেন রেকর্ডধারী নিজেই। কারণ এসব ঝুঁকিপূর্ণ রেকর্ড গড়তে তারা বিশেষ প্রশিক্ষণ নিয়ে থাকেন।

সম্প্রতি চীনা যুবক লিউ ওয়েইকিয়াং এক আঙুলে সবচেয়ে বেশ ওয়েটলিভটিং বা ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড করেছেন। লিউ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন খেতাব অর্জন করতে মাঝের আঙুলে ৩১৯.০৫ পাউন্ড (১৪৪.৭২ কেজি) উত্তোলন করেন।

যদিও ভারোত্তোলক রেকর্ড ভাঙার ক্ষেত্রে তিনি অপরিচিত নন, ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো অস্বাভাবিক এই চ্যালেঞ্জটি সম্পন্ন করেন লিউ এবং এগমন্ড মোলিনার করা ১৩ পাউন্ড (৬ কেজি) উত্তোলনের রেকর্ডটি ভেঙে দেন।

লিউ একটি ক্যারাবিনারকে একটি পুরু ফিটনেস তারের সঙ্গে সংযুক্ত করেন, যা ছিল ৩০০ পাউন্ড (১৩৬ কেজি) এর বেশি পরিমাপের ছয়টি ধাতব প্লেট। এটি তিনি উত্তোলন করেই আগের রেকর্ড ভেঙেছিলেন।

এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। এবার তিনি আরও ১৯ পাউন্ড বেশি উত্তোলন করেন। ১০ সেকেন্ড ধরে রেখেছিলেন লিউ। চীনের হেবেই প্রদেশের ঝাংজিয়াকোউের বাসিন্দা ২৯ বছর বয়সী লিউ। শক্তিশালী ভারোত্তোলনের কৃতিত্বের দীর্ঘ তালিকার মধ্যে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খেতাবটি সর্বশেষ তার।

এছাড়া আরও আটটি গিনেস রেকর্ড আছে তার ঝুলিতে। পেশায় এখন ফিটনেস প্রশিক্ষক তিনি। ২০২৩ সালে তিনি জিমে তার পারফরম্যান্সের জন্য আটটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খেতাব অর্জন করেন, যার মধ্যে রয়েছে- ৮০ পাউন্ড ওজনের প্যাকে এক মিনিটে সর্বাধিক পুল-আপ-২৫টি, সবচেয়ে ভারী পুল আপ-২৪০.৭ পাউন্ড (১০৯.২০ কেজি), এক মিনিটে ৮০ পাউন্ড ওজন বহনকারী বেশিরভাগ নাকল পুশ আপ-১৫৮.৭ পাউন্ড (৭২ কেজি) ইত্যাদি।

লিউ একজন ফিটনেস ট্রেইনার। ১৪ বছর ধরে তিনি বিভিন্ন কঠিন সব ফিটনেস কার্যকলাপ করছেন। তিনি তার এসব কাজ সোশ্যাল মিডিয়াও শেয়ার করেন নিয়মিত। সেখানে তাকে অসংখ্য মানুষ অনুসরণ করেন। তার এসব কাজ পছন্দ করেন, তাকে অনুপ্রেরণা দেন। তবে লিউ তার দর্শক দের সব সময় এসব কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকার পরামর্শ দেন।

সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।