নারী নির্যাতন প্রতিরোধে প্রীতি বিতর্ক

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০৭ এপ্রিল ২০১৮

‘যুক্তির আলোয় আসুক চিন্তার মুক্তি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো প্রীতি বিতর্ক প্রতিযোগিতা। নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক এ প্রতিযোগিতার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ভালোবাসি জামালপুর। সহযোগিতা করেছে জামালপুর ডিবেট ইউনিট।

৭ এপ্রিল সকাল ১১টায় জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর জিলা স্কুল দল; রানার আপ হয়েছে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল দল। বিতর্কের বিষয় ছিল ‘সাংস্কৃতিক সংকটই নারী নির্যাতনের প্রধান কারণ’।

ভালোবাসি জামালপুরের সমন্বয়ক ফজলে রাব্বী সৌরভ বলেন, ‘সম্প্রতি গণমাধ্যমে নারী নির্যাতনের খবর আমাদের ভাবিয়ে তুলেছে। এ বিষয়ে সবার সচেতন হওয়া উচিত। সচেতনতা বা চর্চাটা যেন স্কুলের শিক্ষার্থীদের মধ্য দিয়ে শুরু হয়, তাই এমন একটি বিষয় বেছে নেওয়া।’

বিচারক হিসেবে ছিলেন লেখক সাযযাদ আনসারী, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম ও সাংস্কৃতিক কর্মী তারিকুল ফেরদৌস। মডারেটর ছিলেন হিশাম আল মহান্নাভ। সেরা বিতার্কিক নির্বাচিত হয় জামালপুর জিলা স্কুলের দলনেতা তৌহিদুল ইসলাম যুবরাজ।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার আপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালক খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।