ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২২ সেপ্টেম্বর ২০২১, বুধবার। ০৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৫৯৯- লন্ডনে ফাউন্ডার্স হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে।
১৭৯২- ফ্রান্সে রাজকীয় ক্ষমতা সীমিত করে নির্বাচিত আইনসভার স্বীকৃতির মাধ্যমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত।
১৮৬২- আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন।
১৯৬৫- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়।
১৯৮০- ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়।
১৯৯৭- সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়।

জন্ম
১৭৯১- ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে।
১৮০০- ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জর্জ বেনথাম।
১৮৮৫- মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা এরিশ ফন স্ট্রোহাইম।
১৯০২- ব্রিটিশ মার্কিন অভিনেতা ও প্রযোজক জন হাউজম্যান।
১৯৩২- শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ ফজলে রাব্বী।
১৯৩৯- বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী নারী জুনকো তাবেই।
১৯৫৬- বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজকর্মী আনু মুহাম্মদ।
১৯৭৮- বাংলাদেশি ক্রিকেটার মেহরাব হোসেন।

মৃত্যু
১৮৯১- বাঙালি লেখক তারকনাথ গঙ্গোপাধ্যায়।
১৯৭০- বাঙালি সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।
১৯৭৯- বাঙালি শিল্পী ও আধ্যাত্মিক লেখক প্রমোদকুমার চট্টোপাধ্যায়।
২০১১- ভারতীয় ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি।
২০১১- বাঙালি অভিনেতা বিভু ভট্টাচার্য।

দিবস
বুলগেরিয়ার স্বাধীনতা দিবস।
মালির স্বাধীনতা দিবস।
সুইজারল্যান্ডের স্বাধীনতা দিবস।
বিশ্ব গাড়িমুক্ত দিবস।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।