আল্লামা ইকবালের জন্ম ও ডিলান টমাসের প্রয়াণ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:১১ এএম, ০৯ নভেম্বর ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৯ নভেম্বর ২০২২, বুধবার। ২৪ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ

আল্লামা মুহাম্মদ ইকবাল
১৮৭৭ সালের ৯ নভেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের (বর্তমানে পাকিস্তান) শিয়ালকোটে জন্ম। তার ফার্সি ও উর্দু কবিতা আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। তাকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইকবাল ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, ইরানিয়ান এবং অন্যান্য আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসেবে প্রশংসিত। তার প্রথম কাব্যগ্রন্থ আসরার-ই-খুদী ১৯১৫ সালে পারস্য ভাষায় প্রকাশিত হয়েছিল এবং কবিতার অন্যান্য গ্রন্থগুলোতে রুমুজ-ই-বেখুদী, পয়গাম-ই-মাশরিক এবং জুবুর-ই-আজাম। তার বিখ্যাত উর্দু রচনাগুলো হলো- বাং-ই-দারা, বাল-ই-জিবরাইল এবং আরমাঘান-ই-হিজাজ।১৯২২ সালের রাজা পঞ্চম জর্জ তাকে নাইট ব্যাচেলরে ভূষিত করে।

ডিলান টমাস
পুরো নাম ডিলান মারলিয়াস থমাস। তিনি ওয়েলস প্রদেশীয় কবি এবং লেখক। তার কবিতার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ডু নট গো জেন্টেল ইনটু থ্যাট গুড নাইট। ওয়েলসে (যুক্তরাজ্যের একটি অঙ্গ রাজ্য) এ ১৯১৪ সালে জন্মগ্রহণ করেন। তার জীবদ্দশায় তিনি যতটা বিখ্যাত ছিলেন, ঠিক তেমনি মৃত্যুর পরও তার সেই খ্যাতি রয়ে গেছে। সেই সময় তার খ্যতি অর্জনের জন্য তাকে ‘ভীষণ, উন্মাত ও ধবংসাত্মক কবি’ নামে আখ্যায়িত করা হয়। তিনি ১৯৫৩ সালের ৯ নভেম্বর মাসে নিউইয়র্ক শহরে মারা যান।

ঘটনা
১৭২৯- স্পেনের সেভিল শহরে ঐতিহাসিক সেভিল চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৮- ব্রিটিশ গভর্নরের আদেশে কলকাতায় রবিবারে ঘোড়দৌড় ও সব রকম জুয়াখেলা নিষিদ্ধ হয়।
১৯৫৩- ফ্রান্স থেকে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৯০- নেপালের রাজা বীরেন্দ্র নতুন সংবিধান চালু করে দলহীন পঞ্চায়েত ব্যবস্থার অবসান ঘটান।
১৯৯৯- জাতিসংঘ সংস্থা ইউনেস্কো নির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয়।

জন্ম
১৮১৮- রাশিয়ার খ্যাতনামা উপন্যাস লেখক ইভান তুর্গেনেভ।
১৮৬৮- কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী ও কৌতুকাভিনেতা মারি ড্রেসলার।
১৮৮৫- জার্মান গণিতবিদ হেরমান ভাইল।
১৯৩৬- দাবার বিশ্ব চ্যাম্পিয়ন মিখাইল তাল।

মৃত্যু
১৯১৮- ফরাসি কবি গিইয়োম আপলিনের।
২০০১- ইতালীয় আইনজীবী এবং রাজনীতিবিদ, ইতালির ৬ষ্ঠ প্রেসিডেন্ট জিওভান্নি লিওন।
২০০৫- ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ভারতের ১০ম রাষ্ট্রপতি কে আর নারায়ণন।
২০১১- ভারতীয় বংশোদ্ভূত নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন বিজ্ঞানী হর গোবিন্দ খোরানা।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।