রাশিফল : ০৭ জানুয়ারি


প্রকাশিত: ০২:০৯ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

মেষ: অতিক্রোধ কার্যোদ্ধারে বাধা হয়ে দাঁড়াতে পারে। কোনো বিষয়ে গোপনতার জেরে দাম্পত্য অশান্তি বাড়বে। শেয়ারে বাড়তি লগ্নি না-করাই ভালো।

বৃষ: পরিকল্পনার ত্রুটিতে কর্মস্থলে বিড়ম্বনার আশঙ্কা। প্রেমপ্রণয়ে জটিলতা অস্থিরতা বাড়াবে। বাড়িজমি ক্রয়ের শুভ যোগ।

মিথুন: বাকসংযমের অভাবে কর্মস্থলে বিপত্তি। একাধিক উপায়ে উপার্জন বৃদ্ধি। গৃহ নির্মাণে ব্যাঙ্কঋণ মঞ্জুরের খবর মিলতে পারে।

কর্কট: অতিরিক্ত সরলতা বিড়ম্বনা ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার আশা।

সিংহ: ফের শেষ সময়ে পদোন্নতি পিছিয়ে যেতে পারে। বাধাবিপত্তি কাটিয়ে প্রেমপ্রণয়ে সাফল্য। দুর্ঘটনায় রক্তপাতের আশঙ্কা।

কন্যা: ব্যবসায়িক কারণে ঋণ নিয়ে চিন্তা বাড়বে। আত্মবিশ্বাসের জোরে কর্মস্থলে সমস্যা সমাধান করে ফেলতে পারেন। চোখ নিয়ে অল্পবিস্তর সমস্যা চলবে।

তুলা: ব্যবসায় হঠাৎ মন্দায় উদ্বেগ বাড়বে। স্বজনের দুঃসময়ে পাশে দাঁড়াতে না-পেরে মনঃকষ্ট।

বৃশ্চিক: কর্মস্থলে মৌলিক চিন্তাভাবনার স্বীকৃতি মিলতে পারে। জ্ঞাতিদের সঙ্গে পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। সপরিবার দূরভ্রমণের চিন্তা।

ধনু: মাত্রাছাড়া ভাবাবেগ থেকে বিপত্তির আশঙ্কা। সম্পত্তি ক্রয়ের সুযোগ আসতে পারে। ভ্রাতৃপ্রতিম কারও দ্বারা উপকৃত হতে পারেন।

মকর: কথাবার্তায় নমনীয় ভাব প্রকাশের জন্য স্বজনমহলে জনপ্রিয়তা বাড়তে পারে। ললিতকলার চর্চায় ব্যুৎপত্তির স্বীকৃতি। অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা বাড়বে।

কুম্ভ: কর্মস্থলে দলাদলি থেকে দূরে থাকতে গিয়ে কুচক্রীর বিষনজরে পড়ার আশঙ্কা। নানা উপায়ে অর্থাগমের সম্ভাবনা। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ।

মীন: নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে। কোনো দুঃসাহসিক সিদ্ধান্তের জেরে বিপত্তির আশঙ্কা। সব বাধায় তুড়ি মেরে প্রেমপ্রণয়ে সাফল্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।