পানির অপচয় রোধে অভিনব উদ্যোগ (ভিডিও)


প্রকাশিত: ০৪:২২ পিএম, ২২ মার্চ ২০১৫

১৯৯২ সালে জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক অধিবেশনে এই দিনকে স্বাদু পানি দিবস হিসেবে সুপারিশ করা হয়। পরবর্তীতে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে ১৯৯৩ সালের ২২ মার্চকে প্রথম আন্তর্জাতিক পানি দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছর ২২ মার্চ আন্তর্জাতিক পানি দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।

বিশ্ব পানি দিবস ২০১৫ উপলক্ষে ভলেনটিয়ার ফর বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন পানির অপচয় রোধে একটি সচেতনতা মূলক ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছে।

"আমি তুমি আমরা, সবাই মিলে চাইলে সম্ভব" - শিরোনামের এই ভিডিওতে কণ্ঠ দিয়েছেন আরিফ আর হোসাইন, গাউসুল আলম শাওন, নুযহাত ইসলাম ফিমা, এলিটা করিম, চৌধুরী সাহেব, ওয়াসফিয়া নাজরীন, মোস্তফা সারওয়ার ফারুকী এবং মাসুমা রহমান নাবিলা।



এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।