রাশিফল : ১০ এপ্রিল
মেষ: আমদানি-রফতানি ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা। ছদ্মবেশী বন্ধুর জাল কেটে কার্যোদ্ধার। পানিপথে ভ্রমণে বিপদের আশঙ্কা।
বৃষ: উপার্জনের নতুন পথ খুলতে পারে। কোনো দুঃসাহসিক সিদ্ধান্তের জেরে বিপত্তির আশঙ্কা। সব বাধায় তুড়ি মেরে প্রেমপ্রণয়ে সাফল্য।
মিথুন: কুচক্রীদের বিরূপতা সত্ত্বেও কর্মে উন্নতির ইঙ্গিত। বাড়ির সংস্কার ও নবনির্মাণের জন্য আর্থিক চিন্তা। নিষ্ঠাভরে কর্তব্য করেও স্বীকৃতি না-পাওয়ায় হতাশা বাড়বে।
কর্কট: উপস্থিতবুদ্ধিতে কর্মক্ষেত্রে সমস্যা মিটিয়ে বাহবা কুড়োতে পারেন। উচ্চশিক্ষা বা গবেষণায় হঠাৎ বাধা। স্নায়ুপীড়ায় দুর্ভোগ ও কাজকর্মে ব্যাঘাত।
সিংহ: পারিবারিক গোলমালে অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হতে পারে। বন্ধুর সাহায্যে প্রেমপ্রণয়ে সমস্যামুক্তি। শর্করা থেকে শারীরিক নানা সমস্যা।
কন্যা: কর্মে মৌলিক চিন্তায় সাফল্যের সূচনা। অতিক্রোধ কর্মস্থলে বিপত্তি ডেকে আনতে পারে। সম্পত্তি মামলার ফল অনুকূলে যাওয়ার সম্ভাবনা।
তুলা: জ্ঞাতিশত্রুর বাগড়ায় সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। অতিরিক্ত পরিশ্রমে শরীর ও মনের উপরে বাড়তি চাপ। গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি।
বৃশ্চিক: ফের শেষ সময়ে পদোন্নতি পিছিয়ে যেতে পারে। দুর্ঘটনায় রক্তপাতের আশঙ্কা।
ধনু: কর্মক্ষেত্রে সহযোগিতার সুবাদে মিত্র বৃদ্ধি। কর্মে পদোন্নতির সম্ভাবনা। কুচক্রী জ্ঞাতির উস্কানিতে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে। সংক্রমণজনিত জ্বরজ্বালায় দুর্ভোগ।
মকর: কর্মক্ষেত্রে শ্রম ও দক্ষতা সত্ত্বেও ফের বঞ্চনায় হতাশা। ভ্রাতৃবিরোধে অশান্তি বাড়বে। প্রিয়জনের স্বাস্থ্যহানিতে বহু ব্যয়।
কুম্ভ: কর্মক্ষেত্রে কুচক্রীদের বিরূপতা সত্ত্বেও উন্নতির শুভ ইঙ্গিত। বাড়ি সংস্কারের পরিকল্পনায় ব্যাঘাত। একাধিক পথে উপার্জন করতে গিয়ে জটিলতা।
মীন: শত্রুর ষড়যন্ত্র ভেস্তে দিয়ে সমুচিত জবাব। বৃত্তি পরিবর্তনের ঝুঁকি নিতে পারেন। সপরিবারে কাছে-পিঠে ভ্রমণের পরিকল্পনা।
এআরএস/বিএ/এমএস