অ্যান্ড্রয়েডে এলেন রবীন্দ্রনাথ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত রচনাই এবার স্মার্ট ফোন বা ট্যাবেই পড়া যাবে। অ্যান্ড্রয়েডে সমগ্র রবীন্দ্র রচনাবলিকে আনার এই কাজটি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ।
রবীন্দ্রনাথের ১৫৪তম জন্মজয়ন্তীর আগেই তারা এই ঘোষণা দিল। এর আগে ওয়েবে কবির রচনাবলি আনার কাজটি শেষ করেছিল এই প্রতিষ্ঠান। এবার রবীন্দ্রনাথকে দেশ-বিদেশের আরো বেশি সংখ্যাক পাঠকের কাছে পৌঁছানোর লক্ষ্যে তারা এর অ্যান্ড্রয়েড সংস্করণও বের করলো।
তবে শুধু রবি ঠাকুরেই সীমাবদ্ধ থাকছে না তারা। শরৎ-বঙ্কিম রচনাবলিও আসছে একইভাবে। এই সারিতেই আসবে বিবেকানন্দ, রামকৃষ্ণ কথামৃত এবং সমগ্র নজরুলও।
আপাতত www.nltr.org এ তোলা হচ্ছে এই সমস্ত কিছু। পরবর্তীতে এগুলো তুলে দেওয়া হবে অ্যান্ড্রয়েড ইন্সটলারে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই পরিষদের এই বিশেষ প্রকল্পটিতে কাজ করছেন আইআইটি, আইআইটিএস এবং আইএসআই-এর প্রযুক্তি বিষয়ক শিক্ষকেরা।
তাঁরা জানিয়েছেন, এই রচনাবলিতে আধুনিকতম সার্চ ইঞ্জিন যুক্ত থাকবে। ফলে রবীন্দ্রনাথের যেকোনো গান, বা গল্প বা অন্য কোনো রচনার কোনো একটি শব্দ দিয়ে খুঁজলেও সেই সংক্রান্ত রবীন্দ্র রচনাবলির যাবতীয় লেখা সামনে আসবে। অথবা বিশেষ একটি পংক্তি দিয়ে খুঁজলে পাওয়া যাবে সেই বিশেষ রচনাটি।
শুধু তা-ই নয়, এক ক্লিকেই জানা যাবে রচনাটির ইতিহাস, প্রথম প্রকাশসহ প্রয়োজনীয় সব তথ্য।
এসআরজে